ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চালককে খুন করে রিকশা নিয়ে পালালো ঘাতকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবেশী অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো: সাদেক মিয়া (৪৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। এসময় তার রিকশা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রিকশাচালক মো: সাদেক মিয়া বন্দর ইউনিয়নস্থ তিনগাও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। সে কলাগাছিয়া ইউনিয়নের চড়ঘারমোরা গ্রামের আবুল বাসার মিয়ার ভাড়াটিয়া ছিল।

প্রাথমিক তথ্যসূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রীবেশে রিকশা চালক সাদেক মিয়ার রিকশায় চড়ে কলাগাছিয়া বুরুন্দী কুড়িয়াভিটা পৌঁছে। সংযোগ সড়কের নিকটে নির্জনস্থানে চালককে ছুরিকাঘাত করে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে এলাবাসীর সংবাদে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করেছে বলে জানা যায়।

পুলিশ পরিদর্শক তদন্ত তারিকুল ইসলাম ও মদনগঞ্জ ফাড়ীর ইন্সপেক্টর আজগর ঘটনাস্থল পরিদর্শন করেন বলে নিশ্চিত করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি