ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:১৯, ৩১ মে ২০১৭

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বিদেশে চাকরি ও বিত্তবানদের সাথে বিয়ে দেয়ার নামে প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ায় অভিযান চালিয়ে এই প্রতারকদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহার হওয়া ১টি ওয়াকিটকি ও দুই জোড়া হ্যান্ডক্যাপ উদ্ধার করে পুলিশ। আব্দুল আজিজ ও আরমান নামে প্রতারিত হওয়া দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রটি শনাক্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি