ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লরেন্স সুব্রত হাওলাদার চট্টগ্রামের নতুন আর্চবিশপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৮:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বিশপ লরেন্স সুব্রত হাওলাদার চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটন আর্চবিশপ হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রামের ষষ্ঠ বিশপ ও দ্বিতীয় আর্চবিশপ হতে যাচ্ছেন। গতকাল শুক্রবার ভ্যাটিকান সিটি সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাকে এ নিয়োগ দেন।

বাংলাদেশে নিযুক্ত পোপ ফ্রান্সিসের প্রতিনিধি এবং ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী চট্টগ্রামের জপমালা রানি ক্যাথিড্রাল চার্চে উপস্থিত থেকে ধর্মীয় উপাসনা খ্রিষ্টযোগের মাধ্যমে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ঘোষণাপত্র পাঠ করেন। 

খিষ্টযোগে প্রধান পৌরহিত্য করেন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী এবং সহযোগিতা করেন চট্টগ্রাম আর্চডাইয়োসিসের প্রশাসক ফাদার লেনার্ড সি রিবেরু ও ফাদার সমর দাঙ্গো। ২০২০ সালের ১৩ জুলাই আর্চবিশপ মজেস এম কস্তার মৃত্যুর পর থেকে চট্টগ্রামের আর্চবিশপ পদটি শূন্য ছিল।

উল্লেখ্য, তিনি ১১ সেপ্টেম্বর ১৯৬৫ সালে বরিশান জেলার নবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ক্যাথলিক হলিক্রস সম্প্রদায়ে পুরোহিত্য লাভ করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি