ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিধবা মাকে নির্যাতনের দায়ে ছেলে গ্রেফতার, পলাতক পুত্রবধূ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২১

জয়পুরহাটে বিধবা মাকে মানসিক ও শারীরিক নির্যাতন, বাসা থেকে বের করে দেয়া, প্রতারণা ও আত্মসাৎমূলক অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ছেলে রোয়াইমুর রশীদ অভিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ‘ওই মামলার অপর আসামি ওই বিধবার পুত্রবধূ পুরবী আক্তার সুইটি (২৭) পলাতক রয়েছেন।’

জানা গেছে, জয়পুরহাট শহরের কিনাপাড়া মহল্লার বাসিন্দা সাবেক জেলা প্রশাসন কার্যালয়ের গাড়িচালক মামুনুর রশিদের বিধবা স্ত্রী মোকারোমা বেগম (৫০)-কে তার ছেলে ও ছেলের বউ প্রায় ৩ বছর ধরে কোন ধরনের ভরণ-পোষণ দেয় না। উপরন্তু তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালাতো। একসময় তার ১৭ শতাংশ জমিতে গড়ে তোলা ৬ তলা ভবন থেকে বের করে দিলে ওই বিধবা নারী নিকট আত্মীয়দের শরণাপন্ন হন। সর্বশেষ তিনি আত্মীয়-স্বজনদের কাছেও বোঝা হয়ে দাঁড়ালে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর থানায় ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে ভরণ-পোষণ আইনে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ওসি আলমগীর জাহান বলেন, ‘২০১৩ সালের পিতা-মাতার ভরণ-পোষণ আইনের ৫(১)/৫(২) তৎসহ ৩২৩/৩২৪/ ৪০৬/৪২০ পেনাল কোডে দায়ের করা অভিযোগটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ইতোমধ্যেই ছেলে রোয়াইমুর রশীদ অভিকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অপর অভিযুক্ত ছেলের বউ পুরবী আক্তার সুইটি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’

অভিযুক্ত ছেলে এবং ছেলের বউ দুজনেই উচ্চ শিক্ষিত বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি