ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আমবাগানে ঝুলছে যুবকের লাশ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২১

যশোরের বেনাপোল পোর্ট থানার একটি আমবাগান থেকে খোকন হোসেন (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নামাজগ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

খোকন শার্শার স্বরুপদা গ্রামে মৃত রনক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানে একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে বেনাপোল পোর্ট থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে বেনাপোল থানার ওসি অপারেশন আজিজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি