ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দ্রুত গতীতে ট্রাক চলানোর প্রতিবাদ করায় হামলা, আহত ৩০

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামীণ রাস্তা দিয়ে দ্রুত গতীতে মালবাহী ট্রাক চলানোর প্রতিবাদ করায় গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে আলাউদ্দিন বাহিনীর সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা লোহার রড, লাঠিসোটা নিয়ে বরজাহান ও বরকত মিয়া বাড়িসহ কমপক্ষে ১৫-২০টি বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।  

হামলাকারীদের বাধা দিতে গিয়ে ৭ নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই গ্রামে অবস্থিত চিটাং বিল্ডার্স নামের এক ঠিকাদারী কোম্পানির ভারি ট্রাক দ্রুত গতিতে চলাচলে বাধা দেয়ায় আলাউদ্দিন বাহিনী এ ঘটনা ঘটিয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ।

সাদেকুর রহমান নামের এক দোকানদারের পেটে লোহার রড ঢুকিয়ে দেয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন, বরজান (৭০), সাদেকুর রহমান(৫০), আলী আহম্মেদ (৪৫), শিউলি বেগম (৩৫), বিপ্লব (২৫), শাহ আলম (৩২), মিনারা বেগম (৫৫), হাজেরা বেগম (২৬), কাইয়ুম (২৯) সাইদুল (৩৯) ও তাসলিমা (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউপির নয়াগাঁও গ্রামে অবস্থিত চিটাংবিল্ডার্স নাামে একটি কোম্পানি গড়ে উঠে। নির্মাধীন ওই কোম্পানীর মালামাল বহনে ওই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে গ্রামীণ অবকাঠামো রাস্তা। এ কোম্পানির ভারী যানবাহন ও মালভর্তি ট্রাক দ্রুত গতীতে চলাচল করছে। দ্রুত গতীতে ট্রাক চলাচলে রাস্তা ঘেষে বাড়ি ঘরে ধুলা বালি ভরে যাচ্ছিল।

বুধবার দুপুরে ওই কোম্পানির একটি ট্রাক দ্রুতগতিতে চলছিল। এ সময় রাস্তার পাশে দোকানদার সাদেকুর রহমান ট্রাক চালককে গালামন্দ করেন। এতে করে আলাউদ্দিন ও তার ছেলে ইয়ানবী সাদেকুরকে মারধরের চেষ্টা করে। সাদেকুরকে হেনস্থা করার খবর পেয়ে বরজান মিয়া প্রতিবাদ করে ট্রাক আস্তে আস্তে চলাচলের জন্য আলাউদ্দিনকে বলেন। এর জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে আলাউদ্দিন ও তার ছেলে ইয়ানবীসহ ৩০-৪০ জনের একটি গ্রুপ লোহার রড ও লাঠিসোটা নিয়ে প্রথমে সাদেকুর রহমানের দোকানে ঢুকে তার পেটে লোহার রড ঢুকিয়ে দেয়। এতে সাদেকুর গুরুতর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে সাদেকুর রহমানের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পরে তারা জড়ো হয়ে আলাউদ্দিনের লোকজনকে ধাওয়া করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সাদেকুরের পরিবার পুলিশকে খবর দিলে  সোনারগাঁও থানার এসআই ইয়াউল ও এসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থালে উপস্থিত হন।

এদিকে পুলিশকে খবর দেয়ায় ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন বাহিনীর লোকজন বরজান মিয়াসহ আশপাশের ১৫-২০টি বাড়িতে হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে।

এ হামলায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে সাদেকুর রহমানের অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সাদেকুর আইসিইউতে চিকিৎসাধীন বলে পরিবার জানিয়েছে।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মো. তবিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। দুই পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি