ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বালু ভরাটকে কেন্দ্র করে সোনারগাঁয়ে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দফায় দফায় আলাউদ্দিন ও সাদেক দু’গ্রুপের সংঘর্ষে সমর আলী নামে একজন নিহত হয়েছেন। এ সময় মুক্তিযোদ্ধা, নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে আজ শনিরবার দুপুর পর্যন্ত সংঘর্ষকালে প্রতিপক্ষর লোকজন তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতের হামলা ও সংঘর্ষের ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন হাজীর সমর্থকরা বরকত মোল্লার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় পাল্টা হামলায় নিহত হয় সমর আলী।

ঘটনাস্থল থেকে সোনারগাঁ থানা পরিদর্শক ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’গ্রুপে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখনো পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি