ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রেনের ধাক্কায় সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় জেলার মুলাডুলি রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।  

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (৫ ডাউন) ট্রেনের ধাক্কায় মুলাডুলি রেলস্টেশন এলাকায় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে।’

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান আমিরুল ইসলাম। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি