ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাট পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:১২, ২০ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) বাগেরহাট মডেল থানা পুলিশের উদ্যেগে থানা চত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন, সাংবাদিক এড. শাহ আলম টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মডেল থানার ওসি (তদন্ত) পান্নু মিয়া, উপ পুলিশ পরিদর্শক শেখ আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ। 

বক্তারা পুলিশ সুপারের বাগেরহাটে কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় পুলিশ বিভাগের কর্মকর্তারা ঊর্ধ্বতন একজন যোগ্য অভিভাবককে বিদায় দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি