ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ৫টি অবিষ্ফোরিত মর্টারসেল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২১

উদ্ধারকৃত মর্টারশেল ও গুলিরখোসা, ছবি- একুশে টেলিভিশন।

উদ্ধারকৃত মর্টারশেল ও গুলিরখোসা, ছবি- একুশে টেলিভিশন।

গাজীপুরের শরীফপুরে একটি সব্জি ক্ষেতের মাটি খুঁড়তে গিয়ে ৫টি অবিষ্ফোরিত মর্টারশেল এবং ১৪ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। খবর পেয়ে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ও র‍্যাবের বোম্ব স্কোয়াড এসে এগুলো উদ্ধার করে। 

উদ্ধারকৃত এসব মর্টারশেল ও গুলির খোসাগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জিএমপি’র গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের শরীফপুর এলাকার সানাউল্লাহ মন্ডলের জমিতে সব্জি আবাদের জন্য মাটি খুঁড়ছিল কয়েকজন শ্রমিক। এসময় মাটির নীচে ৫টি অবিষ্ফোরিত মর্টার শেল দেখতে পায় তারা। সেগুলোর আশেপাশে ১৪ রাউন্ড গুলির খোসাও পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং নিরাপত্তার জন্য ঘটনাস্থলটি ঘিরে রাখে। 

তিনি আরও বলেন, এ ব্যাপারে র‌্যাবের বোম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। মাটির নীচে পড়ে থাকা দীর্ঘদিনের পুরনো এসব মর্টার শেল ও গুলির খোসায় মরিচা পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে এসব মর্টারশেল ও গুলির খোসাগুলো সেখানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি