ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাত সকালে সড়কে ঝরল ৬ জনের প্রাণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:০১, ২১ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালকসহ ৬ জনের প্রাণহানি ঘটেছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা কলেজ রোড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে বেপরোয়াভাবে এসআর পরিবহন নামের বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস ও ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। আর আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি