ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির মারা গেছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মুজাক্কিরের ভাই ফখরুদ্দিন তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

মুজাক্কির কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের নওয়াব আলী মাস্টারের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডট কমের নিজস্ব প্রতিবেদক ছিলেন। 

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে মুজাক্কির গলায় ও বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় মুজাক্কিরকে। তবে আর ফিরে আসা হলো না তার। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢামেকেই মারা যান এই সাংবাদিক। 

এদিকে তার মৃত্যুর খবরে কোম্পানীগঞ্জের চাপরাশির হাট বাজার এলাকায় রাতেই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এ সময় তারা মুজাক্কিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি