ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ২১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীতে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, নোয়াখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর। 

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা এক মিনিটে প্রথম শ্রদ্ধা জানান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। 

পরে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। যুবলীগ, ছাত্রলীগ, যুবদল ও ছাত্রদলসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভালবাসায় সিক্ত হতে থাকেন শহীদরা। 

এছাড়াও একে একে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন। 

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি