ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মান্দায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে রোববার দুপুরে ট্রাক্টরের চাপায় রেহেনা বেগম (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের স্বামী ও সন্তান। 

নিহত রেহেনা বেগম জেলার নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের সইবর আলীর স্ত্রী। গুরত্বর আহত নিহতের স্বামী সইবর রহমান এবং মেয়ে শাকিলা। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন, সইবর আলী মোটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হন। ঘটনাস্থলে দ্রুতগামী ট্রাক্টরের চাপা দিলে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় আহত সইবর ও তার সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকালে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং ট্রাক্টর চালক মো. আনিসকে আটক করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি