ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় ভাষা শহীদদের আত্মার শান্তিতে প্রার্থনা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১২:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, সেই মহান ভাষা শহীদদের পূজা আর্চনার মধ্যদিয়ে স্মরণ করেছেন বগুড়ার শাজাহানপুরের হিন্দু সম্প্রদায়।

আজ সোমবার সকালে শাজাহানপুর কেন্দ্রীয় মাঝিড়া কালি মন্দিরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। ঘণ্টাব্যাপী প্রার্থনা ও আলোচনা শেষে উপস্থিতিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

পূজা পরিচালনা করেন মন্দির কমিটির সভাপতি চিত্যরঞ্জন তরফদার। এছাড়াও অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি