ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২২ ফেব্রুয়ারি ২০২১

ভাষার টান আর মনের আবেগে করোনা সংক্রমণের মধ্যে স্বল্প পরিসরে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্টে বসে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা।

সীমান্তের জিরো পয়েন্টে মিলন মেলা উপলক্ষে এবার ভারতীয় অংশে নির্মাণ করা হয় একুশে মঞ্চ। তবে বাংলাদেশ অংশে এবার কোন অনুষ্ঠান হয়নি। এই মিলন মেলার আয়োজন করে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে মিলন মেলার অনুষ্ঠান স্বল্প পরিসরে করা হয়। দুই দেশের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

বাংলাদেশ থেকে ১শ’ জন প্রতিনিধি অংশ নেন ভারতীয় এই একুশের অনুষ্ঠানে। 
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি