ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে জলাবদ্ধতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:৩৯, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঘুর্ণিঝড় মোরা’র প্রভাবে গত রাত থেকে সকাল পর্যন্ত চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর বিভিন্নস্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলরাত থেকে সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের নগরীর পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়ায় এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। বিভিন্ন বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি