ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ৭ লাখ টাকা আত্মসাতে দুইজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে ৭ লাখ টাকা আত্মসাতের মামলায় আবুল বাসার ও জোনাকী বেগম নামে দুই জনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এ রায় দেন।  

আবুল বাসার (৪৯) সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার আশিক হাজীর ছেলে ও জোনাকী বেগম  (৩৯) একই এলাকার কামাল হোসেনের স্ত্রী। তারা একে অপরের প্রতিবেশী।

আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়র করা একটি মামলায় আদালত দু’টি ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেন আদালত। আসামীদের উপস্থিতিতে আদালত এ রায় দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।      

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু জানান, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি বন্দর থানার কদমরসুল এলাকার মো. শাহজাহানের স্ত্রী সেলিনা বেগমের কাছ থেকে একশত টাকা মূল্যের ৩টি ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ফার্ণিচার ও ওয়ার্কসপের ব্যবসা করার জন্য টাকা  ৭ লাখ টাকা ধার নেয় দন্ডপ্রাপ্তরা। দীর্ঘদিন পার হলেও তারা টাকা ফের দেয়নি। এ নিয়ে ২০১৮ সালের ১১ অক্টোবর সালিশ বসে। সেই বৈধকে তারা সেলিনা বেগমের কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়ার কথা অস্বীকার করে। পরে ১২ অক্টোবর সেলিনা বেগম বাদি হয়ে আদালতে মামলা করেন। সেই মামলায় আদালত আজ রায় দিয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি