ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম সমিতি-ঢাকার শ্রদ্ধা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২১

মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শ্রদ্ধা জানিয়েছে। চট্টগ্রাম সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ এর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সমিতির নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হিরো, সাহিত্য ও সেমিনার সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, নির্বাহী সদস্য মো. মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল এবং জীবন সদস্যসহ আরও অনেকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি