ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোনাবাড়িতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

একুশে টেলিভিশন সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ০৯:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। প্রাথমিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

সিরাজগঞ্জ কড্ডার মোড় ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট আমির হোসেন জানান, বগুড়া হতে ময়মনসিংহ গামী যুগান্তর পরিবহনের যাত্রী বাহী বাস সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়িতে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সহ বাসের ৪ জন নিহত ও অন্তত ১৬ জনের মত আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে। তখন হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন মারা যায়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি