ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় পিস্তলসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ আবু বকর ছিদ্দিক শাহীন (৪২) নামে এক দাদন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাবতলী থানার পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার ভান্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। শাহীন এলাকায় দাদন ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ। 

গাবতলী মডেল থানার ইন্সপেক্টর লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। দাদন ব্যবসা নিয়ে ওই বাজারে অন্য এক সমিতির সাথে টাকা-পয়সা লেনদেন নিয়ে শাহীনের ঝামেলা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে জনসম্মুখে পিস্তল বের করে শাহীন। বিষয়টি জানাজানি হলে অভিযানে নামে পুলিশ।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তার সমিতিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ শাহীনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

শাহীনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি