ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আড়াইহাজারে কিশোরীকে ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. আপন (২০) ও মাহাবুব হোসেন (১৯) নামে অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ডেঙ্গুরকান্দী গ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

মামলার বরাত দিয়ে ওসি জানান, ২১শে ফেব্রুয়ারী উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দী গ্রামের ওই কিশোরী বাড়ির পাশের জঙ্গলে মুরগি খুঁজতে অভিযুক্ত আপন ও মাহাবুব তাকে গামছা দিয়ে মুখ চেপে ধরে হাত, পা বেধে জঙ্গলের পাশে থাকা চকে নিয়ে যায়। সেখানে আপন তাকে ধর্ষণ করে। পরে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ওই কিশোরী বাড়িতে ফিরে তার মাকে ঘটনা জানায়। ২২শে ফেব্রুয়ারী ওই কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত ২ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি