ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলের কদমতলা এলাকায় দুপুরে সড়কের পাশে বালি চাপা দেয়া অবস্থায় তুহিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে। 

এসময় নিহতের হাত-পা রশি দিয়ে বাধা ছিল। সকালে শ্রীপুরের বনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি