ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেপরোয়া বাসের চাপায় কিশোর রিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারিয়েছে ইকবাল হোসেন নামে ১৬ বছর বয়সী এক ব্যাটারী চালিত রিকশা চালক। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহাসড়কের গোলাকাদাইল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন নরসিংদীর মাধবদী উপজেলার আলগীরী এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোর ইকবাল তার ব্যাটারি চালিত রিকশাটি চালিয়ে মাধবদী থেকে কাপড় নিয়ে গাউছিয়া কাপড়ের মার্কটে আসার পথে গোলাকাদাইল ট্রাফিক পুলিশের বক্সের সামনে পৌঁছলে বেপরায়া গতির একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে ইকবাল। তখন বাসটি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক আলী আজম জানান, একটি অজ্ঞাত বাসের চাপায় ব্যাটারী চালিত রিকশার চালক মারা গেছে। নিহত কিশোরের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া গতির বাসটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি