ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সোনাইমুড়িতে গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

নোয়াখালীর সোনাইমুড়িতে গৃহবধূ তৃষ্ণা সাহা হত্যার বিচার দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতের বাবা, মা, স্বজন ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
 
নিহত তৃষ্ণা সাহা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ নাথেরপেটুয়া এলাকার কাঠমিস্ত্রী মিঠু চন্দ্র সূত্রধরের মেয়ে। 

মানববন্ধনে স্বজনরা জানান, ‘মাত্র আট মাস আগে তৃষ্ণাকে বিয়ে দেন সোনাইমুড়ি পৌর শহরের সমর চন্দ্র দাসের কাছে। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে। গত তিন মাস আগে তাকে মারধর করলে তার গর্ভের সন্তানটি মারা যায়। পরে বিষয়টি মীমাংসাও হয়। সবশেষ এক সপ্তাহ আগে তৃষ্ণার স্বামী ২ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু তা দিতে পারেনি পরিবার।’ 

নিহত তৃষ্ণার বাবা অভিযোগ করে বলেন, ‘২১ ফেব্রুয়ারি তার মেয়েকে তার স্বামী ও পরিবারের লোকজন মারধর করেছে। পরে তাকে মৃত অবস্থায় সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে চলে যায়। এক পর্যায়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়। বর্তমানে সকল আসামি জেল হাজতে রয়েছে। স্বজরা তৃষ্ণা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি