ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

সোনার বাংলার ধাক্কায় গেল মা-ছেলের প্রাণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় মা ও তার শিশু পুত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গুণবতী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হচ্ছে- উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মানিক মজুমদারের স্ত্রী সুমি বেগম (২৩) ও তার ছেলে মাখলাশ (২)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মা সুমি বেগম তার কোলে থাকা ২ বছরের ছেলে মাখলাশকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুটি একইসাথে অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গুণবতী রেল স্টেশনে রেল লাইন পার হওয়ার সনয় ট্রেনের ধাক্কায় সাথে সাথে মা ও ছেলে মারা যায়। তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি