ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কারখানা পরিদর্শনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২১

পাওয়ার লুম ব্যবসায়ী রবিউল্লাহ

পাওয়ার লুম ব্যবসায়ী রবিউল্লাহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল্লাহ (৩৫) নামে এক পাওয়ার লুম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রবিউল্লাহ মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান-উল্লাহ আমানের ছোট ভাই এবং মৃত আঃ হাইয়ের ছেলে। তিনি একজন পাওয়ার লুম ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, ঘটনার সময় মাহমুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমান-উল্লাহ আমানের ছোট ভাই রবিউল্লাহ তাদের পাওয়ার লুম কারখানা পরিদর্শনে যান। এক পর্যায়ে তার একটি হাত মেশিনে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অপর একটি মেশিনের উপর ছিটকে পড়েন। পরে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আশরাফুল আমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়।

গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম কামাল হোসেন জানান, আগে থেকে অসাবধানতাবশতঃ পাওয়ার লুম মেশিন বিদ্যুতায়িত হয়েছিল। যার ফলে এই ঘটনা ঘটেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি