ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মা হলেন শাবনূর!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২১

সদ্যজাত সন্তান কোলে পাগলী শাবনূর

সদ্যজাত সন্তান কোলে পাগলী শাবনূর

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করে মা হয়েছে শাবনূর নামে এক পাগলী। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে সন্তানটি প্রসব করেন ওই পাগলী।

তবে সন্তানটির বাবা কে- তা জানা যায়নি। এখন সদ্যজাত কন্যাটকে নিয়ে পাগলী শাবনূর ওই বাস কাউন্টারের সামনে এক চকলেট বিক্রেতা নাসিমার তত্বাবধানে রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা ওঠার পর পাগলী শাবনূর নিজেই তার সন্তান প্রসব করে। খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদেরকে উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করায়। এখন মা-মেয়ে উভয়েই নাসিমার তত্বাবধানে রয়েছে। 

এ বিষয়ে নাসিমা জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে পাগলীকে আলট্রাসনোগ্রাম করিয়েছিলো। তারপর আর ডাক্তার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, গত ২ বছর যাবত ওই পাগলিটা শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবন ধারণ করতো সে। এখন পাগলী ও তার মেয়ে সুস্থ আছে বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি