ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

ইউএনওকে বহনকারী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন ও তার গাড়িচালক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মাসুম বিল্লাহ জানান, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়িটি বরিশালের দিকে যাচ্ছিল। এতে গাড়ির চালক ও ইউএনও আহত হয়েছেন বলে জানান তিনি। 

অপরদিকে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসের একটি সূত্র জানায়, গাড়ীর সামনের একটি চাকা হঠাৎ ফেটে যায়, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। তবে কর্মস্থল রেখে সকালে কি কারণে ইউএনও সরকারি গাড়ী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন, তা জানা যায়নি। গাড়ীটি দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রাজাপুর সহকারী কমিশনার (ভূমি) অনুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও সাহেবের সাথে কথা হয়েছে। গাড়িটি দুর্ঘটনা কবলিত হলেও তার তেমন কোনও ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন। এ ঘটনায় অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন। ইউএনও সবার কাছে দোয়া চেয়েছেন। 

তবে কি কারণে তিনি রাজাপুর থেকে বরিশাল যাচ্ছিলেন তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি