নাটোরে সুগার মিলের তেল চুরি, গ্রেফতার ৩
প্রকাশিত : ১৪:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের তেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টর চালক মনোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুর্গাপুর আখ ক্রয় কেন্দ্রের পাশে রাজাপুর-গোপালপুর রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শালেশ্বর গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে মনোয়ার হোসেন, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে হেলপার রানা হামিদ এবং আহম্মেদপুর এলাকার মৃত রিফাজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম।
এ সময় তাদের কাছ থেকে কয়েকটি জারিকেনে রাখা ২১৫ লিটার চোরাই ডিজেলসহ তেল চুরির কাজে ব্যবহৃত উপকরণ জব্দ করে র্যাব সদস্যরা।
সিপিসি-২ ও র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. মাসুদ রানা তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘তারা নর্থবেঙ্গল সুগার মিলের তেল চুরি সাথে জড়িত। তারা মিলের তেল চুরি করে মুদি ও ডিজেলের দোকানে মজুদ করে রাখে, পরে তা বিক্রি করে দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।’
এআই/ এসএ/
আরও পড়ুন