ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পাখি ভ্যান উল্টে যাত্রী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখি ভ্যান উল্টে শিপন আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ‍২ জন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

হতাহতদের মধ্যে শিপন আলী (৩৫) ও রিপন আলী (২০) উপজেলার পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। অপর চালক একরামুল একরামুল কবীর (২৬) একই গ্রামের কালু মণ্ডলের ছেলে। 

পুলিশ জানায়, পারিবারিক প্রয়োজনে শিপন ও রিপন সদর উপজেলার সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। এ সময় খাসকররা ভূমি অফিসের সামনে পাখি ভ্যানটি উল্টে চালকসহ তিনজন আহত হয়। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুব-এ খোদা শিপনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি