ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামী গ্রেফতার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, হিলির মধ্যবাসুদেবপুরের মৃত মোজাম প্রামানিকের ছেলে জহুরুল ইসলাম (৪০), একই এলাকার মৃত মকবুল শেখের ছেলে ডালিম শেখ (৩৮), আব্দুল গফুরের ছেলে সুমন হোসেন(২৮), সাতকুড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাজু মিয়া (২৪), খাট্টাউছনা গ্রামের জয়মত আলীর ছেলে মাহমুদ আলী (মাস্টার)।

হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা কয়েকজন আসামী তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৩টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় জহুরুল, ডালিম, সুমন ও সাজুকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও পলাতক আসামী মাহমুদকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদের ৫ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত জারি ছিল ও এরা সকলেই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তাদের সকলকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি