ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নাচ, গান, মোরগ লড়াই, বিস্কুট দৌড়সহ নানা আয়োজনে বাগেরহাটের মোল্লাহাটে চরকুলিয়া রুপা চৌধুরী অটিজম ও প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু মোল্লা। 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিল ফারজানা বিথীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. কামরুজ্জামান, শিক্ষক মাহমুদা খানম, খাদিজা বেগম, লিপি খানম, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্থানীয় এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয় সভাপতির পক্ষ থেকে। করোনা পরিসিস্থিতির মধ্যেও এমন আয়োজনে খুশি প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিল ফারজানা বিথী বলেন, ‘বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমার নাড়িকাটা সন্তান না, কিন্তু তাদেরকে আমি আমার সন্তানের থেকেও বেশি ভালবাসি। আমি তাদেরকে নিয়ে ভাবি। তাদের উন্নয়ন ও ভাল পড়াশুনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘প্রতিবন্ধীরা বোঝা নয়, এদের পরিচর্যা করা গেলে এরাও দেশের সম্পদ হতে পারে। আমরা দশ বছর ধরে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকার ৪ শতাধিক শিক্ষার্থীকে পড়াশুনা করাচ্ছি। পাশাপাশি তাদের সাবলম্বী হওয়ার বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছি। তবে আমাদের বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষক-কর্মচারীর এখনও কোন বেতন ভাতা হয়নি। শিক্ষক-কর্মচারীদের যদি বেতন-ভাতার ব্যবস্থা থাকত তাহলে তারা শিক্ষার্থীদের প্রতি আরও আন্তরিক হতো।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি