ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ২, আহত ১০

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৪:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাইক্রো ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামনগর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামের মুজিবুর রহমান (৩০) ও ডুলাহাজারা ইউনিয়নের এনামুল হক (২৫)। 

আহত সুনিল (৫২), আবদুল হাকিম (৩২), জাফর (৮৫), তফসির (৩০), শুভ (৫০), আবদু রশিদ (২২), ওসমান (২৩)-কে চকরিয়া হাসপাতালে আনা হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবদু রশিদ ও ওসমান ছাড়া অপর ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী হাইয়েস মাইক্রো ও কক্সবাজার অভিমুখী এনা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দশজন। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি