ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভোলায় ঝুঁকিপূর্ণ ২৩ কেন্দ্র, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ভোলার দুটি পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাঁচ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোলা ও চরফ্যাশন পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল।  

দুই পৌরসভার ২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

এদিকে আজ শনিবার দুপুর থেকে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। প্রস্তুত করা হচ্ছে কেন্দ্র। ইভিএম পদ্ধতিতে দুটি পৌরসভার ভোটগ্রহণ হবে।

দুই পৌরসভায় ছয় মেয়র প্রার্থীসহ ৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভোলা পৌরসভায় ৩ জন মেয়র প্রার্থী, ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৮ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ভোটের লড়াই হবে। অপরদিকে, চরফ্যাশন পৌরসভায়ও মেয়র পদে রয়েছেন ৩ জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন লড়ছেন।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি