ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভোলায় পাল্টাপাল্টি হামলা, বোমা-গুলি-ভাংচুর 

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ভোলা পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে উভয়পক্ষের ১১টি ঘর। এছাড়া বোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ ওঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডের চরজংলা ও পিটিআই সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। 

কাউন্সিলর প্রার্থী মাইনুল ইসলাম শামীম পক্ষ (উটপাখি প্রতীক) অভিযোগ করেন, রাত সাড়ে ১১টায় পিটিআই সংলগ্ন এলাকায় তার ৫ সমর্থকের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী মাইনুল ইসলাম নাছিমের সমর্থকরা। এতে তাদের কয়েকজন আহত হয়েছে। অপরদিকে রাত প্রায় সাড়ে ১২টার দিকে পাল্টা হামলা চালিয়ে চরজংলা সড়কের ভোকেশনাল সড়কে ৬ সমর্থকের ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন কাউন্সিল প্রার্থী নাছিম। 

এসময় ব্যাপক গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ খরব পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।  

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি