ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

বনানীতে বিশ্ববিদ্যালযের ২ শিক্ষার্থীর ধর্ষনের আলামত পাওয়া যায়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১ জুন ২০১৭ | আপডেট: ১৪:৩৪, ১ জুন ২০১৭

বনানীর রেইনট্রি হোটেলে নির্যাতনের শিকার দুই বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীর ধর্ষনের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ।
দুপুরে পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সে সময় ফরেনসিক বিভাগের প্রধান বলেন, দেরিতে ডিএনএ পরীক্ষা করায় আলামত পাওয়া যায়নি। এর আগে কমিটির পাঁচ সদস্য বৈঠক করে পুলিশের কাছে প্রতিবেদন তুলে দেন। গেল ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষনের শিকার হন দুই তরনী। ৬ মে বনানী থানায় মামলা করে ওই দুই তরুনী।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি