ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাট জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন খান আর নেই

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২১

মো. নাছির উদ্দিন খান

মো. নাছির উদ্দিন খান

বাগেরহাট জেলা পরিষদের সদস্য মোরেলগঞ্জের বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাছির উদ্দিন খান আর নেই। শনিবার বেলা ৭টার দিকে দোনা গ্রামের নিজ বাড়িতে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন।

বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন খান ২০১৭ সালে মোরেলগঞ্জের ৫টি ইউনিয়ন মিলিয়ে বাগেরহাট জেলা পরিষদের ১৩নং আসনের সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী শিউলী পারভিন ৬৯নং এসজিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বড় ছেলে শুভ খান জাপানে প্রবাসি। ছোট ছেলে শৌরভ বাড়িতে।

নাছির খানের মৃত্যুর বিষয়ে তার স্ত্রী শিউলী পারভিন বলেন, রাত ১০টার পরে আলাদা কক্ষে সে ঘুমিয়ে পড়ে। সকাল ৭টার দিকে ডাক দিয়ে সাড়া পাইনি। ওই সময় বাড়িতে হাসপাতালের ডাক্তার কামাল হোসেন মুফতিকে আনা হলে তিনি দেখে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় নাছির উদ্দিন ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে দাবি তার স্ত্রীর। 
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি