ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভটভটির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটে শহরের প্রধান সড়কের বাজলা স্কুল এলাকায় ভটভটির ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালক নাসির উদ্দিন সদর উপজেলার মাধাইনগর গ্রামের সমির উদ্দীনের পুত্র।  

প্রত্যক্ষদর্শী, ভ্যানের যাত্রী ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার সময় পৌর নির্বাচনের সরঞ্জাম বহনকারী একটি ভটভটি বাজলা স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক মাটিতে পড়ে যায় এবং পরে ভটভটির চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি