ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় ঝুঁকিপূর্ণ ৩২ কেন্দ্রে সিসি ক্যামেরা, বিজিবি মোতায়েন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২১

পঞ্চম ধাপে শুরু হয়েছে বগুড়া পৌরসভার নির্বাচন। আজ ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে চলবে ভোট গ্রহণ। এ নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে পুরো বগুড়া শহর। ঝুঁকিপূর্ণ ৩২ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়েছে জেলা পুলিশ। নির্বাচনকে ঘিরে প্রায় ১ হাজার পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও র‍্যাব, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই এবং ২১ জন ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে বগুড়া পৌরসভায় ১ লাখ ৩৪ হাজার ৯০৬ জন পুরুষ ও ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন নারী ভোটার। ১১৩ কেন্দ্রের ৮৩০ বুথে ২ হাজার ৬০৩ ভোটগ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। 

বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে আবু ওবায়দুল হাসান ববি (নৌকা প্রতীক), বিএনপি থেকে রেজাউল করিম বাদশা (ধানের শীষ) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে আব্দুল মান্নান আকন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার নেতা মাওলানা আব্দুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন। ৬নং ওয়ার্ডে বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী মাঠ সরগরম রয়েছে। এছাড়াও যানবাহন চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। কে হচ্ছেন পৌর পিতা এ নিয়ে নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার বিষয় মাথায় রেখে মনিটরিং করা হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি