ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে কলোনীতে আগুন, দুই শতাধিক বসতঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ির বাইমাইল এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি কলোনীর প্রায় দুই শতাধিক বসতঘর। রোববার রাত ৮টার দিকে কলোনী থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের কলোনীতে ছড়িয়ে পড়ে। এতে পাশের কলোনির দুই শতাধিক বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর কোনাবাড়ী বাইমাইল এলাকায় রাত ৮টার দিকে হুমায়ুন কবিরের কলোনী থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের অন্যান্য কলোনীতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গাজীপুর, কাশিমপুর বিবিএল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে রুমের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কেআই//        
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি