ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

প্রথম নারী পুলিশ কর্মকর্তা পেলো নড়াইল

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১ মার্চ ২০২১

নড়াইলে পুলিশ কর্মকর্তা (এএসপি) হিসেবে যোগদান করেছেন তানজিলা সিদ্দিকা। এই প্রথম একজন নারী পুলিশ কর্মকর্তা পেলো জেলাবাসী। তিনি রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেন। 

এর আগে মৌলভীবাজার জেলায় কর্মরত ছিলেন তানজিলা সিদ্দিকা। সেখান থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে উচ্চশিক্ষার জন্য গত বছর (২০২০) দক্ষিণ কোরিয়ায় যান তিনি। এরপর দেশে ফিরে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।  

২৮তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তানজিলা সিদ্দিকা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর গ্রামের কৃতি সন্তান। তার স্বামী প্রকৌশলী, তিনিও বিসিএস ক্যাডার। ঢাকায় টেলিযোগাযোগে কর্মরত আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা বলেন, ‘নড়াইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ জন্য জেলাবাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন।’

এদিকে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি নড়াইলের নড়াগাতি থানায় রোকসানা খাতুন ‘প্রথম নারী ওসি’ হিসেবে যোগদান করেন। শুধু নড়াগাতি থানার নয়, তিনি খুলনা বিভাগেরই প্রথম নারী ওসি।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি