ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

কোম্পানিগঞ্জ চাপরাশিরহাটে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় নোয়াখালী জেলায় কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে কালো পাতাকা মিছিল হয়েছে।

আজ সোমবার (১ মার্চ) সকালে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকার মিছিল শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব এসে শেষ হয়।

এরপর সংক্ষিপ্ত সভায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে মিছিলে কালো পাতাকা হাতে জেলা-উপজেলার বিভিন্ন সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এএইচ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি