ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় ৫৫ বছরের মাওলানা মোশাররফ মল্লিককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করে পুলিশ। মাওলানা মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। বর্তমানে কাঁচপুর (সোনাপুর) কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া তিনি।

সোনারগাঁও থানার এসআই হাসিব হোসেন জানান, সোনারগাঁও থানার কাচঁপুর সোনাপুর এলাকায় ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলায় মাওলানা মোশারফ হোসেন নিজ কক্ষে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, ভিকটিম ৭ বছরের শিশুকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)এর (খ) ধারায় সোনারগাঁ থানায় মামলা হয়। মামলা নং-৩৯।

তদন্তকারী অফিসার এসআই (নিঃ) হাসিব হোসেনের নেতৃত্বে আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি