ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালী আবৃত্তি একাডেমির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৭, ১ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

‘বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরের ধ্বনি-প্রতিধ্বনি’ এই শ্লোগানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সোমবার নোয়াখালী আবৃত্তি একাডেমির একাডেমির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়নে কেক কেটে তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। 

এ সময় ফেসবুক লাইভে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন ডিএমপির উপ পুলিশ কমিশনার ও নোয়াখালী আবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টা মো. ইলিয়াছ শরীফ। 

নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, অধ্যাপক আয়েশা বেগম রোজি। আবৃত্তি শিল্পী হামিদা কবির শিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। 

তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে দেশবরেণ্য আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি, দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীদের পরিবেশনা, নোয়াখালী আবৃত্তি একাডেমির শিশু বিভাগের শিশুদের আবৃত্তি পরিবেশনা।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি