ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হিলিতে ৫০ হাজার গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ২ মার্চ ২০২১

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (১ মার্চ) রাত সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে ট্যাবলেটের একটি চালান দেশে ঢুকছে করছে এমন খবর পেয়ে বিজিবির হিলি সিপি ক্যাম্পের সদস্যরা রাত সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারী দল প্রবেশ করতে লাগলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়।

তিনি আরও জানান, বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করা হলে তার ভেতর ২৬ হাজার ভারতীয় ডেক্সিন ট্যাবলেট এবং ২৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট পাওয়া যায়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি