ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে ট্রাকের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৭, ২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আল-ইমরান নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাঁশতলা-মৈনট সড়কের করিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল ইমরান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা যায়। তিনি রিদিসা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল-ইমরান বাইসাইকেল যোগে কার্তিকপুর বাজার থেকে রওনা দেন। করিমগঞ্জ পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি পালিয়ে যায়। 

দোহার থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, লাশ থানায় আনা হয়েছে। ট্রাকে ধাক্কায় দিয়েছে কি না এখনও সিউর না, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি