ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

চটপটি বিক্রির আড়ালে ইয়াবা!

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩৭, ২ মার্চ ২০২১

দেশে বিভিন্ন অপকৌশলে মাদক বেচাকেনার খবর জানা যায়। এরই ধারাবাহিকতায় এবার চটপটি বিক্রির আড়ালে ইয়াবা বেচাকেনার খবর পাওয়া গেছে! ঘটনাটি ঘটেছে নড়াইল জেলা আইনজীবী সমিতির সামনেই।

আজ মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চটপটি বিক্রেতা মোহাম্মদ হিরোকে (৩৮) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১০ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ হিরোকে আটক করা হয়। হিরো চটপটি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। সে নড়াইল পৌর এলাকার বরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে।

জেলার নবাগত পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় মাদক বেচাকেনার বিষয়ে সঠিক তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি