ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার দোহারে পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) রাত ১০টার দিকে বাহ্রাঘাট এলাকায় তালতলা সরকার বাড়ি ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বাহ্রাঘাটের পাশে সরকার বাড়ির ঘাটে নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা কুতুবপুর নৌ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।  

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শরীরে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি হিন্দু ধর্মের বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি