ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রূপগঞ্জে আগুনে পোড়া অজ্ঞাত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৩, ৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার একটি সবজি বাগানের পাশে আগুনে পোড়া লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

তবে লাশের পুরো শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও পা অবশিষ্ট অবস্থায় পাওয়া যায়। শুধু দুটি পা দেখে লাশটি নারী না পুরুষ শনাক্ত করা যায়নি। 

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি